নাইলন কোন ধরনের পলিমার অনু ? নাইলন 6,6 কি ?

নাইলন কোন ধরনের পলিমার অনু জানার আগে জেনে রাখা উচিৎ নাইলন কি ? এর ব্যবহারই কি ? নাইলন এর সংকেত কি ? 

নাইলন কি ? / নাইলন কাকে বলে

নাইলন একপ্রকার পলিমার অণু যা আধুনিক যুগে বহুল ব্যবহৃত একটি পদার্থ যা বিভিন্ন কাজে যেমন তন্তু হিসাবে ব্রাশ, মশারি, ছাঁকানি, দড়ি, মাছ ধরার জাল ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এছাড়া ইঞ্জিনিয়ারিং বস্তু হিসাবে ধাতুর পরিবর্বে বেয়ারিং, গিয়ার ইত্যাদি প্রস্তুতি ব্যবহৃত হয়।

এই নাইলন পলিমারিজেশন বিক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়। যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা বহুসংখ্যক মনোমার অণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে বৃহদাকার ও উচ্চ আণবিক ভরসম্পন্ন পলিমার অণু গঠন করে, তাকে পলিমারিজেশন বা বহুলীভবন বিক্রিয়া বলে।

নাইলনের মনোমারঃ


নাইলনের দুটি মনোমার

  1. ডাইকার্বক্সিলিক অ্যাসিড
  2. ডাইঅ্যামিন

পলিঅ্যামাইড কি :

নাইলন কোন ধরনের পলিমার অনু জানার আগে আমাদের জানতে হবে পলিঅ্যামাইড কি ?  


যে সব পলিমার অণুর শৃঙ্খলে অ্যামাইড গ্রুপ  (-CONH-) বর্তমান, তাদের পলিঅ্যামাইড বলে।

নাইলন কোন ধরনের পলিমার অনু ? 

নাইলন কোন ধরনের পলিমার অনু এর উত্তর হিসেবে আমরা বলতে পারি এটি কোন শ্রেণির পলিমার- কৃত্রিম না প্রাকৃতিক পলিমার এবং গঠনগত ভাবে এটি কোন ধরনের পলিমার।


তাই বলতে পারি, নাইনল এক প্রকারের কৃত্রিম পলিঅ্যামাইড ঘটিত পলিমার।


আরও জানুনঃ অ্যাসিড বৃষ্টি কাকে বলে ? কেন হয়।


নাইলনকে পাশাপাশি দুটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় -


এই সংখ্যা দুটির প্রথমটি ডাইঅ্যামিনে উপস্থিত কার্বন সংখ্যাকে ও দ্বিতীয়টি ডাইকার্বক্সিলিক অ্যাসিডে উপস্থিত কার্বন সংখ্যাকে উল্লেখ করব।


নাইলন ৬ ৬ এর সংকেত :


নাইলন ৬ ৬ এর সংকেতটি হল-


নাইলন কোন ধরনের পলিমার অনু


যেমনঃ নাইলন-6,6 -যার প্রথম ছয়টি, 6 টি কার্বনবিশিষ্ট ডাইঅ্যামিন-হেক্সামিথিলিন ডাইঅ্যামিনকে নির্দেশ করে এবং দ্বিতীয় ছয়টি 6 টি কার্বনবিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিড-অ্যাডিপিক অ্যাসিডকে নির্দেশ করে।


অ্যামিনো অ্যাসিড বা ল্যাকটাম থেকে উৎপন্ন নাইলনকে একটি মাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এই সংখাটি অ্যামিনো অ্যাসিড বা ল্যাকটাম অণুতে উপস্থিত কার্বন সংখ্যাকে নির্দেশ করে।

যেমনঃ নাইলন-6, যা 6 কার্বনবিশিষ্ট অ্যামিনো অ্যাসিড, ক্যাপ্রোল্যাকটামকে নির্দেশ করে।


নাইলন - 6,6 কি ? নাইলন ৬ ৬ 


নাইলন ৬ ৬ হল 6 টি কার্বনবিশিষ্ট ডাইঅ্যামিন-হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এবং 6 টি কার্বনবিশিষ্ট ডাইকার্বক্সিলিক অ্যাসিড-অ্যাডিপিক অ্যাসিড -এই দুটি মনোমার দ্বারা গঠিত একটি পলিমার অণু।

নাইলন ৬ ৬ প্রস্তুতি : 

নাইলন ৬ ৬ প্রস্তুতি নিম্নলিখিত বিক্রিয়া দ্বারা করা হয়।

নাইলন ৬,৬ পলিমার





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন