ওয়াটার গ্যাস কি - ওয়াটার গ্যাসের সংকেত কি

ওয়াটার গ্যাস হল এক প্রকারের গ্যাস যা দুটি গ্যাসের মিশ্রণ।  আমরা বিশদে জানবো ওয়াটার গ্যাস কি,  ওয়াটার গ্যাসের সংকেত, ওয়াটার গ্যাস প্রস্তুতি, ওয়াটার গ্যাসের ব্যবহার ইত্যাদি। 

ওয়াটার গ্যাস কি ? 

ওয়াটার গ্যাস হল একটি জ্বালানি যা মূলত কার্বন মনোক্সাইড (CO) এবং হাইড্রোজেনের (H₂) এর মিশ্রণ

ওয়াটার গ্যাসের সংকেত কি

ওয়াটার গ্যাসের সংকেত কি ?

ওয়াটার গ্যাসের সংকেত হল- [ CO + H₂ ]

ওয়াটার গ্যাস প্রস্তুতি :

প্রস্তুতি: শ্বেততপ্ত কোকের সঙ্গে স্টিমের বিক্রিয়া ঘটিয়ে ওয়াটার গ্যাস( CO ও H₂-এর 1:1 মিশ্রণ) প্রস্তুত করা হয়। 


H₂O(g) + C(s) → CO(g) + H₂(g)


ওয়াটের গ্যাসের ব্যবহার :


ওয়াটার গ্যাসের ব্যবহার গুলি হল :

  1. শিল্প কারখানায় জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করা হয়।
  2. ঝালাই করার কাজে ওয়াটার গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
  3. হাইড্রোজেন উৎপাদনের জন্য ব্যবহার করা হয়।


ওয়াটার গ্যাস থেকে কীভাবে হাইড্রোজেন প্রস্তুত করা হয়।


উ: Fe₂O₃/Cr₂O₃ অনুঘটকের উপস্থিতিতে ওয়াটার গ্যাসের [CO + H₂] সাথে জলীয় বাষ্পের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয়।


[CO + H₂]+ H₂O(g) → CO₂(g) + 2H₂(g)


FAQ

প্র : ওয়াটার গ্যাস কোনটি / কোনটি ওয়াটার গ্যাস

উ : ওয়াটার গ্যাস হল একটি জ্বালানি যা কার্বন মনোক্সাইড (CO) এবং হাইড্রোজেনের (H₂) এর মিশ্রণ

প্র: ওয়াটার গ্যাস এর সংকেত লেখো /

উ: ওয়াটার গ্যাসের সংকেত হল- [ CO + H₂ ]

প্র: নিচের কোনটি ওয়াটার গ্যাস / ওয়াটার গ্যাসের সংকেত কোনটি -

  1. জলীয় বাষ্প
  2. CO + H₂
  3. CO + N
  4. NO + H₂
উ : CO + H₂

প্র: ওয়াটার গ্যাসের উপাদান গুলো কি কি ? 

উ: কার্বন মনোক্সাইড (CO) ও হাইড্রোজেন (H₂)


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন