কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস ? একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম, Class-10

কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস বা কোন গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস তা জানার আগে জেনে নেব গ্রিনহাউস গ্যাস কাকে বলে ? 

গ্রিনহাউস গ্যাস কাদের বলে?


বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় পদার্থের আবরণ উত্তপ্ত পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মিকে আংশিক শোষণ করে এবং অবশিষ্টাংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদের গ্রিনহাউস গ্যাস বলা হয়।


গ্রিনহাউস কী ?


গ্রিনহাউস হল কাচনির্মিত ঘর বা কক্ষ। গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদ শীতপ্রধান দেশে প্রতিপালনের জন্য এই কাচনির্মিত ঘর ব্যবহার করা হয়। সূর্য থেকে আগত দৃশ্যমান আলোকরশ্মি (ক্ষুদ্রতর তরঙ্গদৈর্ঘ্যের) সহজে কাচের দেয়াল ও ছাদ ভেদ করে ঘরে প্রবেশ করে ভিতরের মাটি ও গাছপালাকে উত্তপ্ত করে। উত্তপ্ত মাটি দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি বিকিরণ করে যা কাচের মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারে না। ফলে ঘরের ভিতরের উষ্ণতা বাইরের তুলনায় বেশি থাকে ।


Greenhouse

গ্রিনহাউস এফেক্ট কী?


যে প্রাকৃতিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে উপস্থিত CO₂, জলীয় বাষ্প ও অন্যান্য কয়েকটি গ্যাসীয় পদার্থ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবজগতের বেঁচে থাকার অনুকূল পরিবেশের সৃষ্টি করে, তাকে গ্রিনহাউস প্রভাব বলা হয় ।


কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস ?


উঃ গ্রিনহাউস গ্যাসগুলি হল CO₂, CH₄, CFC, O₃, N₂O, জলীয় বাষ্প(H₂O)

ইত্যাদি।


একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম :


উঃ একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হল মিথেন (CH₄)

একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম :


উঃ একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম হল কার্বন ডাই অক্সাইড (CO₂)।

গ্রিনহাউস এফেক্টের জন্য শতকরা কোন গ্যাস কতটা দায়ী ?


গ্রিনহাউস গ্যাস

দায়ীর পরিমাণ

CO₂

50%

CH₄

19%

CFC

16%

O₃

8%

N₂O

5%

H₂O

2%


গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব-উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস গুলিঃ


উঃ গ্রিনহাউস গ্যাসগুলি যেমন CO₂, CH₄, CFC ইত্যাদি দায়ী।



আরও জানুনঃ দশম শ্রেণির ভৌতবিজ্ঞান - পরিবেশেত জন্য ভাবনা


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন