পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর - Madhyamik এ 100% Common

West Bengal Board of Secondary Education নির্ধারিত দশম শ্রেণির ভৌতবিজ্ঞান পাঠ্যসূচির প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর, MCQ, Mock Test  ইত্যাদি নিয়ে আলোচনা করবো। মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায়ের 100% কমন প্রশ্ন ও তার উত্তর জন্য এই Notes টি অবশ্যই ভালো করে পড়তে হবে।

পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর আলোচনার আগে এই অধ্যায় থেকে মাধ্যমিকে প্রশ্ন আসার ধরন :

চ্যাপ্টার 

কোশ্নেন প্যাটার্ন 

পরিবেশের জন্য ভাবণা

গ্রুপ-A

(MCQ)

গ্রুপ-B

(VSA)

গ্রুপ-C

(SA)

গ্রুপ-D

(LA)

Total = 5

1×1

1×2

2×1

-

পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর


টপিক: পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর 

বায়ুস্তর কি ? 

নিচের টেবিলের মাধ্যমে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ে আলোচিত বিভিন্ন বায়ুস্তর সংক্রান্ত সংক্ষিপ্ত কিন্তু প্রয়োজনীয় তথ্য দেওয়া হল যেগুলো মাধ্যমিক সহ অন্য যেকোনো চাকরীর পরীক্ষার জন্য জেনে রাখা দরকার।

জেনে রাখা দরকার

বায়ুমন্ডল 

ক্ষুব্ধমন্ডল,


ঘনত্ব সবচেয়ে বেশি,


প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 6.5°C,


উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রিত হয়,


ধূলিকনা সর্বাধিক  =>

ট্রোপোস্ফিয়ার

শান্তমন্ডল,


জেট প্লেন চলে,


ওজোন গ্যাস আছে,


উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে =>


পৃথিবীর ছাতা=>ওজোনস্তর বা ওজোনোস্ফিয়ার 

স্ট্র‍্যাটোস্ফিয়ার

বায়ুমন্ডলের শীতলতম স্তর=>

মেসোস্ফিয়ার

আয়নোস্ফিয়ার বলে,


বেতার বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়,


মেরুজ্যোতি দেখা যায় =>

থার্মোস্ফিয়ার

উপগ্রহগুলি আছে,


মহাকাশ স্টেশন রয়েছে=>

এক্সোস্ফিয়ার

চৌম্বক ক্ষেত্র রয়েছে,


সৌর ও মহাজাগতিক বিকিরণ থেকে পৃথিবীকে রক্ষা করে,


সৌর ঝড় থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করে,


ভ্যাল আলেন বিকিরণ বলয় দেখা যায়=>

ম্যাগনেটোস্ফিয়ার

বা চৌম্বক মন্ডল





**প্রতিটি স্তরের সীমানা অঞ্চলকে ওই স্তরের পজ বলে, যেমন ট্রপোস্ফিয়ারে সীমানা অঞ্চলকে ট্রোপোপজ, স্ট্র‍্যাটোস্ফিয়ারের স্ট্র‍্যাটোপজ ইত্যাদি।


পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ে ওজোন গ্যাস ও গ্রিনহাউস গ্যাস কি, সে বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।


ওজোন গ্যাস ও গ্রিনহাউস গ্যাস এর তুলনাঃ


ওজোন গ্যাস

গ্রিনহাউস গ্যাস

যারা ওজোন স্তরকে ক্ষতি করে।

*অতিবেগুনী বা UV রশ্মি শোষন করে।

যারা পৃথিবীর তাপমাত্রা ধরে রাখে।

*ভূতাপ শোষনকারী গ্যাস।

উদাহরণঃ


CFC(ক্লোরো ফ্লুরো কার্বন), 


নাইট্রোজেন অক্সাইড গুলি(NO,N₂O),


হ্যালেন(হ্যালোকার্বন)

উদাহরণঃ


কার্বন ডাই অক্সাইড(CO₂)=>(অজৈব গ্রিনহাউস গ্যাস/সবচেয়ে বেশি দায়ী।)


মিথেন(CH₄)=>(জৈব গ্রিনহাউজ গ্যাস),


CFC(ক্লোরো ফ্লুরো কার্বন)=>(জৈব গ্রিনহাউজ গ্যাস)


ওজোন গ্যাস(O₃)=>(অজৈব গ্রিনহাউস গ্যাস)


নাইট্রাস অক্সাইড(N₂O)=>(অজৈব গ্রিনহাউস গ্যাস)


জলীয় বাষ্প(H₂O)=>(অজৈব গ্রিনহাউস গ্যাস)




**গ্রিনহাউস গ্যাস ও ওজোন গ্যাস উভয়ই => 

  1. CFC(ক্লোরো ফ্লুরো কার্বন)(এটি মনুষ্য সৃষ্ট) 
  2. নাইট্রাস অক্সাইড(N₂O) (প্রাকৃতিক উপায়ে সৃষ্ট)

গ্যাসের আচরণ দশম শ্রেণী প্রশ্ন উত্তরClick here

ওজোন স্তর বিদ্যমান কোথায়ঃ

ওজোন স্তর বিদ্যমান কোথায় এই প্রশ্নের উত্তর হিসেবে আমাদের বলতে পারি এটি বায়ুমন্ডলের যে স্তরে রয়েছে। এটি বায়ুমন্ডলের স্ট্র‍্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে।
এছাড়া ওজোনস্তরটি ভূপৃষ্ঠ থেকে উপরে 16KM থেকে 30 KM উচ্চতা অবধি বিস্তৃত। 

ওজোন স্তর ধ্বংসের cfc অথবা no এর ভূমিকা আলোচনা করো

আমরা এখন ওজোন স্তর ক্ষয়ের কারণগুলিদুটি জেনে নেবো।

**ওজোন গ্যাস তথা ওজোনস্তরের ধ্বংসে NO-র ভূমিকা লেখো।

Ans: দ্রুতগামী বিমান, জেটপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডের মতো নাইট্রোজেন ডাই-অক্সাইড ও ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে। ওজোন অণু NO বা NO₂ র সঙ্গে বিক্রিয়ায় O₃ অণুতে পরিণত হয়।

(i) NO↑ + O₃↑-------> NO₂↑ + O₂↑

(iv) NO₂↑ + O₃↑ −−−−> NO₃ ↑+ O₂↑


**ওজোন স্তর ধ্বংসে CFC-এর ভূমিকা লেখো


Ans: ওজোন স্তর ধ্বংসের cfc এর ভূমিকা হল,

শীততাপ নিয়ন্ত্রণের মেশিন (AC), রেফ্রিজারেটর ইত্যাদিতে ব্যবহৃত CFC ওজোনস্তরের বিয়োজন ঘটায়।


CFCI₃ (g) + UV রশ্মি→Cl (সক্রিয়) + CFCI,


Cl(সক্রিয়) + O₃ → ClO + O₂


Clo + O₃ → Cl + 2O₂ 


উৎপন্ন CI আবার O-এর সঙ্গে বিক্রিয়া করে ওজোনের বিনাশ চালাতে থাকে।



*ওজোনস্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।


Ans: ওজোনস্তর প্রধানত UV রশ্মি শোষণ করে, কিন্তু এর ঘনত্ব কমতে থাকায় UV রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলে-


(i) পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।


(ii) স্কিন ক্যানসার, সান বার্ন, চোখের ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়ছে।


(iii) সালোকসংশ্লেষ ব্যবহৃত হওয়ায় উদ্ভিদের ক্ষতি হচ্ছে।


(iv) সামুদ্রিক অণুজীবের সংখ্যা কমে যাওয়ায় সামুদ্রিক প্রাণীর খাদ্যের অভাব পড়ছে ফলত এদের বিনাশ ঘটছে।


(v) কিছু প্রাণীর প্রজনন হ্রাস পাচ্ছে।



গ্রিন হাউস এফেক্ট কী ?


Ans: ভূপৃষ্ঠ ঘিরে CO2, মিথেন, CFC, O, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে ছোটো তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না।


বিকিরিত রশ্মির কিছুটা নিজেরা শোষণ করে। বাকি অংশ ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে গ্রিন হাউস এফেক্ট বলে।


বিশ্ব উষায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী ?


Ans: (i) আবহাওয়ার পরিবর্তন হতে হতে ধীরে ধীরে চরমভাবাপন্ন হয়ে যাবে।


(ii) মেরু অঞ্চলের প্রচুর বরফ গলে যাবে, যার ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী অঞ্চল সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে।


(iii) সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায়, প্রায়শই নিম্নচাপ সৃষ্টি হবে, পূর্বাভাষ ছাড়াই সুনামি হবে। 


(iv) বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগের প্রকোপ দেখা দেবে।


*গ্রিন হাউস প্রভাব তথা বিশ্ব উন্নায়ন কমানোর উপায়গুলি লেখো।


Ans: (i) জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে।।

(ii) প্রচুর বৃক্ষরোপণ এবং বনসৃজন করতে হবে।

(iii) অচিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। 

(iv) গ্রিন হাউস গ্যাসগুলির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 

(v) জনসংখ্যা কমাতে হবে।


জ্বালানি সম্পর্কিত বিভন্ন তথ্যঃ


পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর এর জন্য আমাদের জ্বালানি সম্পর্কিত কিছু তথ্য মনে রাখতে হবে। তথ্যগুলি নিচে বিভিন্ন টেবিল দ্বারা এবং স্টার মার্ক করে দেওয়া হয়েছে।

জীবাশ্ম জ্বালানি 

জীবাশ্ম জ্বালানি নয়

যাদের মাটির নিচে পাওয়া যায় যেমন-কয়লা,পেট্রোল,ডিজেল, কেরোসিন,রান্নার গ্যাস(LPG),মিথেন,প্রাকৃতিক গ্যাস।


এরা গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে, গ্লোবাল ওয়ার্মিং ঘটায়,স্থিতিশীল উন্নয়নে এদের ব্যবহার হয় না।

গোবর গ্যাস,চারকোল,কোল গ্যাস,কাঠ কয়লা,হাইড্রোজেন জ্বালানি, নাইট্রোজেন জ্বালানি, মিথেন হাইড্রেট ইত্যাদি। 



প্রচলিত(চিরাচরিত) ও অনবীকরণযোগ্য শক্তি 

অপ্রচলিত (অচিরাচরিত) ও নবীকরণযোগ্য(পুনর্নবিকরণযোগ্য) শক্তি 

কয়লা,পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক শক্তি ইত্যাদি 

যাদের মাটির নিচে পাওয়া যায়। 

সৌর শক্তি, জল-বৈদ্যুৎ শক্তি,বায়ু শক্তি,জোয়ার-ভাটার শক্তি,বায়োমাস,বায়োফুয়েল ইত্যাদি। 


এদের স্থিতিশীল উন্নয়নে ব্যবহার করা হয়।


জ্বালানি 

মূল উপাদান 

CNG(কম্প্রেশড ন্যাচারাল গ্যাস)

মিথেন(CH₄)

বায়োগ্যাস

মিথেন(CH₄)

বায়োফুয়েল

ইথালন(C₂H₅OH)

LPG

বিউটেন (C₄H₁₀)



*সুইট গ্যাস / মার্স গ্যাসের উদাহরণ => মিথেন(CH₄)


*মিথানোজেনিক ব্যাকটেরিয়ার প্রভাবে উৎপন্ন হয় => মিথেন


*কোল বেড থেকে পাওয়া যায় => মিথেন


*ভালো জ্বালানি একটি মূল বৈশিষ্ট্য => তাপনমূল্য ভালো হতে হবে(উচ্চ তাপমূল্য)


*তাপমূল্যের নিম্নক্রমঃ


হাইডোজেন > রান্নার গ্যাস(LPG) > প্রাকৃতিক গ্যাস > পেট্রোল > কেরোসিন > ডিজেল > কয়লা


*রকেটের জ্বালানি => তরল হাইড্রোজেন 


*সিলিকন একটি অর্ধ পরিবাহী যা সৌর বা সোলার শেলে ব্যবহৃত হয়।


*পেট্রোল বা গ্যাসোলিনের সাথে ১০% ইথানল মিশিয়ে পাওয়ার অ্যালকোহল বা গ্যাসহোল উৎপন্ন



প্রঃ ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।


উঃ মেরু অঞ্চলের বরফ গলনের হার বৃদ্ধি পাবে, যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী এলাকাগুলি ডুবে যাবে।


* UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুয়োরোকার্বন থেকে নির্গত কোন্ পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?


Ans: ক্লোরিন (Cl)।


*বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।


Ans: গৃহস্থালীর রান্নার কাজে জ্বালানিরূপে বায়োগ্যাস ব্যবহার করা হয়।


*Rock Oil বা Mineral Oil কী?


Ans: পেট্রোলিয়াম।


*মিথেন হাইড্রেটের সংকেত লেখো।


Ans: 4CH₄, 23H₂O


*মিথেন হাইট্রেট কি ?


Ans.মিথেন হাইট্রেট হল 4CH₄, 23H₂O সংকেতবিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ।


*স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝ ?


Ans. পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ে স্থিতিশীল উন্নয়নের কথা বলা হয়েছে। স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায়,এই পৃথিবীতে শক্তিসম্পদ সীমিত।


এই কারণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিসম্পদ গচ্ছিত রেখে বর্তমানে ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন।


এইভাবে শক্তিসম্পদ সীমিত হওয়া সত্ত্বেও বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের বীজ বপন করাই হল স্থিতিশীল উন্নয়ন।


*স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি কী কী?


Ans.(i) দূষণ কমানো।

(ii) জীবাশ্ম জ্বালানি তথা অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো।

(iii) নবীকরণযোগ্য এবং অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা।

(iv) বর্জা পদার্থের পুনঃব্যবহার করা।

(v) সর্বোপরি সকল যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি করা।


পরিবেশের জন্য ভাবনা Mock Test / পরিবেশের জন্য ভাবনা MCQ Test

100% কমন পরিবেশের জন্য ভাবনা 10 MCQ বা পরিবেশের জন্য ভাবনা mock test দেওয়া হল।


Question of

Good Try!
You Got out of answers correct!
That's

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন