লম্বন ভুল বা লম্বন ত্রুটি বলতে কী বোঝায় ?

আমরা যখন স্কেল ব ফিতে দিয়ে কোনো কিছু পরিমাপ করে তার মান নিই তখন অনেক সময় আমাদের চোখ, স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে থাকে না। স্কেল বা ফিতে বরাবর তির্যক অবস্থায় থাকে এতে দৈর্ঘ্যের সঠিক পাঠ পাওয়া যায় না । এই ধরনের ভুলকে লম্বন ভুল বা ত্রুটি বলে ।

লম্বন ত্রুটি

লম্বন ভুল বা লম্বন ত্রুটি বলার কারন কী ? 

এই ভুল যাতে না হয় তার জন্য আমাদের দৃষ্টি নির্দিষ্ট পাঠ বিন্দুতে লম্বভাবে থাকা উচিৎ। লম্বভাবে না থাকার ফলে পাঠ গ্রহণে ত্রুটি থেকে যায় বলে একে লম্বন ত্রুটি বলে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন