500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো

যখন আমি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তাম । লিখতাম I, দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় লিখতাম।I তৃতীয় শ্রেণিতে পড়ার সময় লিখতাম III চতুর্থ শ্রেণিতে পড়ার সময় IV লিখতাম। 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো - কী? 

প্রাচীন রোমানে এই সংখ্যাগুলির ব্যবহার হত। বর্তমানে আমরা যে সংখ্যা গুলি ব্যবহার করি অর্থাৎ 1,2,3,4... এগুলি হিন্দু-আরবিক সংখ্যা। 

500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো

রোমান সংখ্যা গুলি মোট ৭ টি ইংরেজি বর্ণমালা দিয়ে তৈরি। নিচে এগুলি দেওয়া হল-

হিন্দু-আরবিক 1 5 10 50 100 500 1000
রোমান I V X L C D M

500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো

=> D ,  হ্যাঁ শুধু D লেটারটি দিয়েই 500 সংখ্যাটিকে প্রকাশ করা হয় রোমান সংখ্যা রীতিতে।

রোমান সংখ্যা লেখার কতকগুলি নিয়ম আছে :

১. রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে যোগ।

যেমন (a) II = ( 1 + 1) = 2 (b) III = ( 1+1+1) = 3

- রোমান সংখ্যায় কেবলমাত্র I, X, C,M পরপর ব্যবহার করা যায়। যেমন, XX, XXX, CC

আবার (c) XX = (10+10) = 20 (d) XXX = (10+10+10) 30 (e) CC (100+100) = 200

২. রোমান সংখ্যায় V,L, D কখনও পরপর ব্যবহার করা যায় না।

৩. রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন তিন বারের বেশি ব্যবহার করা যায় না।

যেমন রোমান পদ্ধতিতে 4 লেখার সময় IIII ব্যবহার করি না।

৪. রোমান সংখ্যা লেখা বড়ো সংখ্যার চিহ্নের বাদিকে ছোটো সংখ্যার চিহ্ন থাকলে ছোটো সংখ্যা

সব সময় বড়ো সংখ্যা থেকে বিয়োগ হবে। যেমন IV = (5-1) = 4। নবম শ্রেণি লেখার সময় ওকে লিখতে দেখি IX,  IX = (10-1) = 9

৫. রোমান সংখ্যা লেখার সময় ছোটো সংখ্যার চিহ্ন বড়ো সংখ্যার চিহ্নের ডানদিকে বসলে ছোটো সংখ্যা সবসময় বড়ো সংখ্যার সাথে যোগ হবে। যেমন VI (5+1) = 6।


৬.রোমান পদ্ধতিতে V, L, D কখনই বড়ো কোনো সংখ্যার বামদিকে বসানো যাবে না।অর্থাৎ V, L, D কখনই বিয়োগ হবে না।

৭. শুধুমাত্র V এবং X থেকে বিয়োগ হবে।

৮. X শুধুমাত্র L, C, M থেকে বিয়োগ হবে। 

৯. C কেবলমাত্র D এবং M থেকে বিয়োগ হবে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন